আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে বা যুদ্ধবিরতির জন্য, নিজেদের অঞ্চল ছেড়ে দেওয়ার বিষয়ে কখনো সম্মত হবে না ইউক্রেন।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কোনো আলোচনা হচ্ছে না।
এ ব্যাপারে একটি ব্রিফিংয়ে কুলেবা বলেন, এ যুদ্ধে ইউক্রেনের লক্ষ্য হলো আমাদের অঞ্চলগুলো স্বাধীন করা, আমাদের অঞ্চলগুলোর অখণ্ডতা বজায় রাখা এবং দক্ষিণ পূর্ব দিকে সার্বভৌমতা প্রতিষ্ঠা করা। আলোচনার ক্ষেত্রে এটি আমাদের শেষ কথা।
তিনি আরও বলেন, বর্তমানে কোনো শান্তি আলোচনা হচ্ছে না, রাশিয়ার অবস্থান এবং ইউক্রেনের ওপর তাদের আগ্রাসনের কারণে।
তবে বুধবার ইউক্রেনে আটকে থাকা শস্য নিয়ে আলোচনায় বসেন রাশিয়া ও ইউক্রেনের সামরিক প্রতিনিধিরা। তুরস্কের ইস্তানবুলে এ আলোচনা হয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান, শস্য নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।