যে মারাঠি সুন্দরী সবসময় আলোচনায় থাকতে পছন্দ করে

সেই ২০০৬ সালে অভিষেক হয়েছে তাঁর টিভি সিরিয়ালে। ২০০৮ সালে শুরু হওয়া একতা কাপুরের বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়ে পাঁচ বছর সকলের হৃদয়ে রাজত্ব করেছেন এই মারাঠি সুন্দরী। সেখানে সহঅভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জড়ান সম্পর্কে। তুমুল নজরদারিতে থাকতেন এই জুটি সবসময়। এরপর ২০১৬ সালে হৃদয়বিদারক ব্রেকআপ।

অঙ্কিতা

অঙ্কিতা লোখান্ডে তিনি। খুবই পরিচিত নাম তিনি টেলিভিশন দুনিয়ায়। এদিকে বড় পর্দায়ও নিজের অবস্থান গড়ার চেষ্টা শুরু করেন অঙ্কিতা। এর মধ্যেই সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক অকালমৃত্যু অঙ্কিতাকে আবার আলোচনায় আনে। এরপর বন্ধু ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক। তারপর বিয়ে করেন তাঁরা ২০২১ সালে। হাই ভোল্টেজ টিভি শো বিগ বসে এই জুটি সাড়া ফেলে দেন এসেই।

অঙ্কিতা

দুজনের বাদানুবাদ আর অঙ্কিতার প্রতি স্বামীর অসদাচরণের ফলে আবার হয় আলোচনা। এরপর সেখান থেকে বেরিয়ে আবার সুখে ঘরসংসার চলছিল তাঁদের। এর মাঝেই তুমুল আলোচনার অবতারণা হয় অঙ্কিতার মাতৃত্ব সংক্রান্ত পোস্ট নিয়ে। এরপর দেখা যায় তাঁরা বিড়াল দত্তক নিয়েছেন। সব মিলিয়ে আসলে সবসময়ই আলোচনায় থাকেন এই মারাঠি অভিনেত্রী। তবে তাতে তাঁর স্টাইলিশ সব লুকে কোনো হেরফের দেখা যায় না।

অঙ্কিতা

কেবলই চল্লিশ পূর্ণ করলেন অঙ্কিতা লোখান্ডে। রূপালি অফ দ্য শোল্ডার বডিকন ড্রেসে সুপারফিট লাগছে তাঁকে। মারাঠি সাজপোশাকে প্রায়ই দেখা যায় তাঁকে নথনি আর ট্র্যাডিশনাল ড্রেপের শাড়িতে। শাড়িতেও সমান আবেদনময়ী বিগ বসে বাজিমাত করা এই অভিনেত্রী। এখানে পরেছেন মভরঙা সিকুইনের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ।