তেল-সমৃদ্ধ সৌদি আরবের এক মহাযজ্ঞের নাম নিওম। যেখানে ডেভেলপাররা গড়ে তুলবে ১০৫ মাইল দীর্ঘ শহর ‘দ্য লাইন’। সৌদি আরবের মরুভূমির একটি বিস্তীর্ণ অঞ্চলে বিশ্বের বৃহত্তম নির্মাণ প্রকল্প নিওম। এই প্রকল্পে ৩৭১ বিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করছে সৌদি সরকার।
এ যেন কোন বৈজ্ঞানিক কল্প-কাহিনীর বাস্তব রূপ মনে হচ্ছে। রোবট, উড়ন্ত ট্যাক্সি, কৃত্রিম চাঁদ, কার্বন-মুক্ত শহর, বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, ৩৩টি নিউইওর্য়াকের সমান হবে সৌদি আরবের এর নতুন শহর। এ শহরের নাম রাখা হয়েছে নিওম।
উচ্চ প্রযুক্তির সবকিছুই দেখা যাবে এখানে। মানব ইতিহাসের সবথেকে জটিল প্রযুক্তি এ শহরের ব্যবহার করা হবে। অনেক উচ্চবিলাসী পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাবে এখানে। নিওমের আয়তন হবে ১০ হাজার বর্গমাইলের বেশি।
এখানে যেসব ডেভলপাররা কাজ করছেন তারা বিস্ময়ের পর বিস্ময় উপহার দিতে মুখিয়ে আছেন। আপনার মনে হবে দেশের মধ্যে যেন আরো একটি দেশ নির্মাণ করা হচ্ছে। কোটি কোটি গাছ রোপণ করা হবে। এখানে শ্রমিক থেকে বিলিওনিয়ার পর্যন্ত সবাই বাস করতে পারবে।
প্রথম পর্যায়ের কাজ শেষ দিকে রয়েছে। তবে সব কাজ শেষ হতে ২০২৫ সাল লেগে যাবে। তেল সমৃদ্ধ জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্য নিয়ে এ শহরের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ৯ মিলিয়নের বেশি লোক এখানে বাস করতে পারবে।
এখানকার জনসংখ্যা লন্ডনের মতই হতে পারে। রাতের বেলায় নিওমের আকাশ জুড়ে থাকবে বিশাল কৃত্রিম চাঁদ। আসল চাঁদের মতই তার আলোয় আলোকিত হবে পুরো শহর। এখানে রোবট ও ডাইনোসরের দেখা মিলতে পারে।
মহাকাশযান নামার মত বন্দর থাকবে এখানে। এ শহরের বাড়ি হবে অনন্য প্রকৃতির। ফুটন্ত ফুলের মত কাঠামোর দালান দেখা যাবে এ শহরে। সৌদি আরবের অর্থনীতি যেন বহুমুখী হতে পারে সে লক্ষ্য মাথায় নিয়ে এ শহর নির্মাণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।