আন্তর্জাতিক ডেস্ক : লিঙ্গ বৈষম্যের অভিযোগের পর স্পেনের বার্সালোনার নারীরা এবার খালি গায়ে পুরুষের মতো শহরের পুল গুলোতে সাঁতার কাটার অনুমতি পেল। দেশটির নগর পরিষদ এই আইনটির অনুমোদন দিয়েছে। কারণ এ আইনের ফলে লিঙ্গ বৈষম্য করা হত।
সিটি কাউন্সিল এরই মধ্যে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে পৌর এলাকাগুলোতে।
আন্তজার্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, এই আইনের ফলে খুশি দেশটির নারীরা। তারা বলছে, এর ফলে লিঙ্গ বৈষম্য দূর হবে।
বার্সেলোনা কাউন্সিলের একজন মুখপাত্র বার্তা সংস্থা সিএনএনকে বলেন, পৌরসভার পুলগুলিতে লোকেরা কী পরতে পারে সে সম্পর্কে কোনও লিখিত নিয়ম নেই, তবে লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ। আর তাই এখন থেকে নারীরা তাদের ইচ্ছানুযায়ী ঘরের বা বাইরের পুলগুলোতে সাঁতার কাটতে পারবে।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষ মনে করে নারীদের বিকিনির নিচে আটকে রাখাটা অবশ্যই বৈষম্য। আর তাই কোন নারী চাইলেই বার্সালোনার পুলগুলোতে টপলেস (উপরের অংশ অনাবৃত্ত) অবস্থায় সাঁতার কাটতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



