শাওমি বর্তমানে বড় ধরনের সফটওয়্যার আপডেটের মধ্য দিয়ে যাচ্ছে। কোম্পানি তাদের নির্দিষ্ট তালিকার সকল ডিভাইসে সর্বশেষ MIUI 14 সফটওয়্যার আপডেট করে দেয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে। পরবর্তী সময় যেসব স্মার্টফোন এ গ্লোবাল আপডেট গ্রহণ করবে তারা তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় চীনা কোম্পানি শাওমি।
প্রাথমিকভাবে কোম্পানিটি ১৮টি ডিভাইসের কথা নিশ্চিত করেছে যা MIUI 14 এর সফটওয়্যার সিস্টেম আপডেট পাবে। সাম্প্রতিক সময়ের কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস এসব তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, Xiaomi Mi 11, Xiaomi 12 and Xiaomi 12T স্মার্টফোনের কথা।
কোম্পানি তাদের প্রায় 12টি পোকো ডিভাইস আপডেট করার পরিকল্পনা নিশ্চিত করেছে। তবে এসব পোকো ডিভাইসের আপগ্রেটেড প্রক্রিয়া ধীরগতিতে এগোতে পারে। কোম্পানিটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এসব আপডেট চালু করতে চায়।
যেসব ১৬টি শাওমি ডিভাইস MIUI14 আপডেট পাচ্ছে
একটি টুইটার পোস্টে কোম্পানিটি নিশ্চিত করেছে যে, ১৬টি নতুন ডিভাইস MIUI 14 আপডেট গ্রহন করবে। এসব ডিভাইস শাওমির দশম জেনারেশন এর স্মার্টফোন। যেসব ডিভাইস MIUI14 সিস্টেম আপডেট পাবে তারা তালিকা নিচে দেওয়া হচ্ছে।
- Mi 10
- Mi 10 Pro
- Mi 10T
- Mi 10T Lite
- Mi 10T Pro
- Redmi 9T
- Redmi Note 10 5G
- Redmi Note 10 JE
- Redmi Note 10S
- Redmi Note 10T
- Redmi Note 8 (2021)
- Redmi Note 9 Pro
- Redmi Note 9S
- Redmi Note 9T
- Redmi Pad
- Xiaomi Pad 5
অ্যান্ড্রয়েড ১২ এবং এন্ড্রয়েড ১৩ সিস্টেমে MIUI14 সহজে রান করবে। নতুন আপডেট আসা মানে এটা নয় যে, যে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ রান করছে সেখানে এন্ড্রয়েড ১৩ পর্যন্ত আপডেট হয়ে যাবে। তাছাড়া ভারতীয় ডিভাইসের জন্য আলাদা পরিকল্পনা করছে শাওমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।