বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় অন্যতম আলোচিত বিষয় হচ্ছে নাথিং ফোন ওয়ান স্মার্টফোন রিলিজ হতে যাচ্ছে। এটির ইউনিক ডিজাইন এবং এলইডি লাইটের গ্লিফ সবার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে।
তবে স্মার্টফোনটি মার্কেটে আসলে একেবারে প্রতিযোগিতা বাদেই পার পেয়ে যাবে না। যারা নাথিং ফোন ওয়ানের বিকল্প স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল।
নাথিং ফোন ওয়ান এর ডিসপ্লের সাইজ হচ্ছে ৬.৫৫ ইঞ্চি। এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করে। কোয়ালকম ৭৭৮ জি প্লাস চিপসের ব্যবহার করা হবে। LPDDR5 র্যাম ও অ্যান্ড্রয়েড ১২ এর উপর নির্ভর করে ফোনটি পরিচালিত হবে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে।
নাথিং ফোন ওয়ানের বিকল্প
Vivo V 20 Pro
এটির সেলফি ক্যামেরা এবং ডিজাইন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা ৫০ মেগা পিক্সেল। পাশাপাশি আট মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে। এটির অনিন্দ্য সুন্দর কালার যে কাউকে মুগ্ধ করতে পারে। মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট স্মার্টফোনটির দাম হবে ৪৫ হাজার টাকা।
Realme Gt New 3
এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির ৮১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই স্মার্টফোনের কালার এবং ডিজাইন খুবই আকর্ষণীয়। এটির দাম ৪২ হাজার টাকা থেকে শুরু হয়েছে।
Xiaomi 11T Pro
এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮৮৮ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি। পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন পেয়ে যাবেন। এর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এটার দাম ৪৫ হাজার টাকা থেকে শুরু হয়েছে।
Samsung Galaxy S20 FE 5g
এটি বেশ পুরোনো মডেল হলেও স্মার্টফোন মার্কেটে এখনো বেশ জনপ্রিয়। ওয়াইড, আলট্রা-ওয়াইড এবং টেলিফটো এই তিন ধরনের ক্যামেরা ফিচার এখানে উপস্থিত রয়েছে। ওয়ারলেস চার্জিং এবং রিভার্স ওয়ারলেস চার্জিং হচ্ছে এই দুইটি ফিচার। এটি ডাস্ট এবং ওয়াটার প্রুফ স্মার্টফোন। এই মোবাইলের দাম ৩৫ হাজার টাকা থেকে শুরু।
এই চারটি স্মার্টফোন নাথিং ফোন ওয়ানের বিকল্প হওয়ার জন্য সবথেকে মানানসই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।