যেকোনও গাড়ি কিংবা বাইকের মালিক কে? যেভাবে জানবেন

যেকোনও গাড়ি কিংবা বাইকের মালিক কে, যেভাবে জানবেন

লাইফস্টাইল ডেস্ক : আপনি যদি কোনও গাড়ি সম্পর্কে কিছু জানতে চান এবং এর মালিক সম্পর্কেও জানতে চান, তবে এখন অনলাইনেই তা খুব সহজে করা যেতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনলাইনে গাড়ির মালিকের নাম খুঁজে বের করতে আপনাকে এই সব দিক মেনে চলতে হবে।

যেকোনও গাড়ি কিংবা বাইকের মালিক কে, যেভাবে জানবেন

এখন অনলাইনে কী না করা যায় বলুন তো। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি যখনই যা কিছু জানতে চান, সঙ্গে সঙ্গে তা Google-এ জিজ্ঞাস করে ফেলেন। আর তার উত্তরও পেয়ে যান। ঠিক তেমনই আপনি যদি কোনও গাড়ি সম্পর্কে কিছু জানতে চান এবং এর মালিক সম্পর্কেও জানতে চান, তবে এখন অনলাইনেই তা খুব সহজে করা যেতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনলাইনে গাড়ির মালিকের নাম খুঁজে বের করা সবসময় সম্ভব নয়। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ভুল হলে বা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মুছে ফেলা হলে, আপনি গাড়ির মালিকের নাম খুঁজে নাও পেতে পারেন।

অনলাইন ছাড়াও উপায় আছে…

যানবাহন বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। ডিলারকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন এবং তারা আপনাকে মালিকের নাম বলতে পারবে। এছাড়া আপনি চাইলে থানায় যোগাযোগ করতে পারেন। থানায় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন এবং তারা আপনাকে মালিকের নাম বলতে পারবে। গাড়ির বীমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। বীমা কোম্পানিকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন এবং তারা আপনাকে মালিকের নাম বলতে পারবে।

অনলাইনে কীভাবে জানবেন?

আপনি যে কোনও তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে অনলাইনে কোনও গাড়ির মালিকের নাম জেনে যেতে পারবেন। যান পরিবহন বিভাগের ওয়েবসাইটে গিয়েও জানতে পারবেন।  “Registration Number”-এর জায়গায় গাড়ির Registration Numberটি লিখতে হবে। তারপরে “Submit” অপশনে ক্লিক করুন। এবার গাড়ির মালিকের নাম, ঠিকানা এবং অন্যান্য বিবরণ দেখতে পারবেন। যদিও এই প্রক্রিয়াটি ভারতে শুরু হয়েছে।