জনপ্রিয় ব্র্যান্ড Canon R6 এবং R8 মডেলের ক্যামেরা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। R8 মডেলের ক্যামেরাটি এন্ট্রি লেভেলের ডিভাইস বলে বিবেচিত হলেও মার্কেটের সেরা ক্যামেরার একটি বলে ধরা হয়। আজকের আর্টিকেলে এ দুটি ক্যামেরার মধ্যে যেসব পার্থক্য বিদ্যমান তা বিস্তারিত আলোচনা করা হবে।
R6 মডেলের ক্যামেরা ২০ মেগাপিক্সেল সাপোর্ট করবে এবং R8 মডেলের ক্যামেরা ২৪.২ মেগাপিক্সেল সাপোর্ট করবে। তবে ISO রেঞ্জ এবং ইমেজ প্রসেসরের দিক থেকে দুটি ক্যামেরার মধ্যে তেমন পার্থক্য নেই।
দুটি ক্যামেরা দিয়ে ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন। তবে মূল পার্থক্য হচ্ছে R8 মডেলের ডিভাইস দিয়ে আপনি 6k রেজুলেশনে ফিল্ম তৈরি করতে পারবেন কিন্তু R6 মডেলের ক্যামেরা দিয়ে সেটা সম্ভব নয়।
R6 মডেলের ক্যামেরাটি একটানা ৪৫ মিনিট রেকর্ড করার পর কিছুটা স্ট্রাগল করতে শুরু করে। সে সময় কিছুটা ওভারহিটিং সমস্যা এর সম্মুখীন হতে পারেন। তবে R8 মডেলের ডিভাইসে হিট ম্যানেজমেন্ট ইস্যুতে Canon অনেক ভাল কাজ করেছে।
সাইজের দিক থেকে R6 মডেলের ডিভাইস থেকে R8 মডেলের ক্যামেরাটি বেশ ছোট। Canon দাবি করছে যে. R8 মডেলের ক্যামেরা দিয়ে একটানা দুই ঘন্টা কোন সমস্যা ব্যতীত ভিডিও রেকর্ড করা সম্ভব।
ইমেজ স্ট্যাবালাইজেশন মেকানিজমের ফিচার R8 ক্যামেরার সেন্সরের দেওয়া হয়নি। তবে R6 মডেলের ডিভাইসের ফিচারটি দেওয়া হয়েছে। static shot নেওয়ার ক্ষেত্রে ভিডিওগ্রাফিতে R6 ক্যামেরাটি দুর্দান্ত পারফর্ম করে দেখাতে সক্ষম হয়েছে।
অটোফোকাস সিস্টেমের কথা বললে R8 মডেলের ক্যামেরাটি সবার থেকে এগিয়ে থাকবে। এখানে বেটার সফটওয়্যার এবং এলগরিদম সিস্টেম ব্যবহার করা হয়েছে। হিউমান সাবজেক্টকে সবথেকে ভালোভাবে বুঝতে পারে R8 মডেলের অটো ফোকাস সিস্টেম।
শাটার এবং কন্টিনিউস শ্যুটিং ফিচারের দিক থেকে R6 মডেলের ডিভাইসটি এগিয়ে থাকবে। ইলেকট্রনিক ফাস্ট কার্টিং শাটার অপশনের ক্ষেত্রে R8 মডেলের ক্যামেরাটি কিছুটা ধীরগতির মনে হয়েছে।
ব্রেথিং কম্পেনজেশন, ডুয়েল পিক্সেল রো, ফোকাস স্টাকিং, প্লাগ এন্ড প্লে ওয়েবক্যাম, হাই ফ্রিকোয়েন্সি এন্টি-ফ্লিকার ইত্যাদি ফিচার R8 মডেলের ক্যামেরায় দুর্দান্ত পারফর্ম করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।