বিনোদন ডেস্ক : বয়স ৭৮ ছুঁইছুঁই। কিন্তু সেটা শুধু সংখ্যাই। শোবিজ ইন্ডাস্ট্রির অনেক ব্যস্ত শিল্পীর থেকেও তার কাজের ব্যস্ততা বেশি সেই সাথে মানও প্রশংসনীয়। বৃদ্ধা ‘মা’ চরিত্র থেকে শুরু করে গ্লামার ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা সব ভূমিকাতেই তিনি পার্ফেক্ট। তিনি বর্ষীয়ান অভিনয় শিল্পী দিলারা জামান।
কাজের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।
গুণী এই অভিনয় শিল্পী এই বয়সেও ব্যস্ত তিনটি চলচ্চিত্র নিয়ে। আর তিনটিই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। সম্প্রতি শেষ করেছেন জুয়েল মাহমুদের পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার কাজ। এই সিনেমায় তিনি বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
বর্তমানে শুটিং চলছে মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমার। আর আগামীকাল ৪ঠা ফেব্রুয়ারি থেকে তিনি শুরু করতে যাচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। হারুন অর রশীদের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের সময়কালের গল্প নিয়ে চলচ্চিত্রটির নাম ‘আমার বাবার নাম’।
তবে এতো ব্যস্ততার মাঝে একটু বিষণ্ণ জ্যেষ্ঠ এই শিল্পী। বললেন, মনটা খারাপ। বড় মেয়ে এসেছিল, চলে গেছে। তাই কিছু ভালো লাগছে না।
এছাড়া শরীরটাও কাজের ধকল সইতে পারছে না বলে জানালেন তিনি। বললেন, আগামীকাল (৪ ফেব্রুয়ারি) নোয়াখালী শুটিং হওয়ার কথা। কিন্তু যেতে ভয় পাচ্ছি। তবুও যেতে হবে। এমনিতেই শরীরে বাসা বেঁধেছে প্রেসারসহ নানা সমস্যা। শরীর ভালো না।
এদিকে এই বয়সেও এত কাজে ব্যস্ততা আর তরুণদের কাছে তার এই ঈর্ষণীয় এনার্জির উৎস প্রসঙ্গে বললেন, কাজ না করলে কি হবে! অভিনয়ই তো আমার কাজ, ভালোবাসা। সৎভাবে ইনকাম করি। সবাই তো আমাকে আর আমার অভিনয়কে ভালোবাসে।
দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



