আন্তর্জাতিক ডেস্ক : পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের জানাজা নিউইয়র্ক সময় রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।সূত্রটি জানিয়েছে, নিউইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে।
এদিকে ফাহিম সালেহর জানাজা ও সমাহিত করার আয়োজনে সাংবাদিকদের উপস্থিতির অনুমোদন নেই। অর্থাৎ তার জানাজায় কোনও সাংবাদিক উপস্থিত হতে পারবে না।আরও জানা গেছে, আইনশৃখংলা বাহিনী ও গোয়েন্দা বিভাগ থেকে নিহত ফাহিমের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা না বলারও উপদেশও দেয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেয়া উপদেশ পালন করছেন ফাহিমের পরিবার।
এদিকে পরিবারের পক্ষ থেকে তার খালাতো বোন যিনি প্রথম ফাহিমের মৃতদের তার অ্যাপার্টমেন্টে আবিস্কার করেন, তিনি এবং ফাহিমের ছোট বোন পুলিশের সঙ্গে সব রকম যোগাযোগ ও সহযোগিতা করছেন বলেও জানা গেছে।ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।