জুমবাংলা ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে ব্যাপক প্রচারণা চালিয়েছে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তর। কাশ্মিরের স্থিতিশীল শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সৌন্দর্যের চিত্রও তুলে ধরা হচ্ছে। তবে সেই প্রচারণায় বাংলাদেশের পটুয়াখালীর একটি সড়কের ছবি নিজেদের বলে দাবি করায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জম্মু ও কাশ্মির প্রশাসন তাদের প্রচারণায় যে সড়কটিকে তাদের শ্রীনগরের বুলেভার্ড রোড বলে উল্লেখ করেছে, সেটি আসলে বাংলাদেশের পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশেই ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় উঠেছে।
গত ১৮ মে জম্মু ও কাশ্মিরের তথ্য ও জনসংযোগ বিভাগ তাদের অফিসিয়াল টুইটারে ঝাউতলার ওই রাস্তার ছবি টুইট করে ক্যাপশনে লেখেন, অসাধারণ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে শ্রীনগরের বুলেভার্ড রোডকে। কাশ্মিরে জি-টোয়েন্টির বৈঠকে যোগ দিতে পুরো বিশ্ব থেকে যে সব প্রতিনিধি আসছেন, তাদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন।
একই ছবি শেয়ার করে কাশ্মিরের বাডগাম জেলার তথ্য ও জনসংযোগ বিভাগসহ আরও কিছু বিভাগ ও সংস্থা অতিথিদের স্বাগত জানায়। এছাড়া অনেক উল্লেখ্যযোগ্য ব্যক্তিও ক্যাপশনের ভাষায় সামান্য পরিবর্তন করে সেটি শেয়ার করতে থাকেন। অন্যদেরও শেয়ার করার অনুরোধ করা হয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওয়াজাহাত ফারুক ভাট ছবিটি শেয়ার করে বলেন, বুলেভার্ড রোড থেকে আজ যেন সৌন্দর্যের দীপ্তি ফুটে বেরোচ্ছে। এটি অসাধারণ একটি ইভেন্ট আয়োজনে আমাদের অঙ্গীকারের পরিচায়ক।
সড়কটি নিয়ে খুব বেশি মাতামাতি শুরু হলে ভারতেরই কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আবিষ্কার করে, শ্রীনগরের অভিজাত রাজপথ বলে প্রশাসন যে ছবিটি উপস্থাপন করছে, আসলে ভারতে তার অস্তিত্বই নেই। এটি বরং বাংলাদেশের প্রত্যন্ত জেলা পটুয়াখালীর একটি সড়ক। ভুলটা ধরা পড়ার পর সবাই ছবিটি সরিয়ে ফেলেন বা মুছে ফেলেন।
গুগলে সার্চ করে দেখা গেছে, যে ছবি কাশ্মিরের বিভিন্ন পেজের শোভা বর্ধন করেছিল, গত ফেব্রুয়ারিতে ‘ঝাউতলা, পটুয়াখালী’ নামে একটি ফেসবুক পেজে সেটি আপলোড করা হয়েছিল। ওই পেজে সড়কটির ভিডিওচিত্রও রয়েছে।
উল্লেখ্যম জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে গত সোমবার থেকে জি-২০ সম্মেলন শুরু হয়েছে, যা আজ বুধবার শেষ হবে। বিতর্কিত এই অঞ্চলে আয়োজিত সম্মেলন সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। চীনসহ কয়েকটি দেশ এ সম্মেলনে যোগ দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।