আন্তর্জাতিক ডেস্ক : পলিথিনে পেঁচিয়ে নবজাতক শিশুকে ড্রেনে ফেলে দিয়েছেন এক অজ্ঞাত নারী। সেই শিশুকে ড্রেন থেকে টেনে তুলে প্রাণে বাঁচালো কয়েকটি কুকুর।
ভারতের হরিয়ানায় এ ঘটনা ঘটেছে।
Advertisement
পুরো এই ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধারণ হয়েছে।
ফুটেজে দেখা যায়, এক নারী একটি ব্যাগে করে শিশুটিকে ড্রেনে ফেলে দিয়ে যায়। এরপর কয়েকটি কুকুর ব্যাগটি ড্রেন থেকে তুলে ওপরে আনে এবং মানুষের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে শুরু করে। স্থানীয় কয়েকজন এরপর বিষয়টি পুলিশকে জানায়।
শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক দিনেশ কানসাল বলেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে এবং তার চিকিৎসা চলছে।
হরিয়ানার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ এ ঘটনা ঘটেছে। শিশুটির মা’কে বের করতে অনুসন্ধান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


