আন্তর্জাতিক ডেস্ক : চার বছরের শিশুর ফোনে বেঁচেছে মায়ের জীবন। ঘটনাটি ঘটেছে তাসমানিয়ায়। মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নাম্বারে ফোন দেয় ওই শিশু। সেই ফোন পেয়েই ছুটে আসে জরুরি সেবাদাতা কর্মীরা।
অ্যাম্বুলেন্স তাসমানিয়া ফেসবুক পোস্টে মঙ্গলবার জানিয়েছে, শিশুটির নাম মন্টি। একদিন আগেই রাষ্ট্রীয় জরুরি নাম্বার (০০০) ব্যবহার করা শিখেছিল শিশুটি। আর সদ্য শেখা সেই বিদ্যাই সে কাজে লাগিয়ে তার মায় ওয়েন্ডির প্রাণ রক্ষায়।’
মন্টি অ্যাম্বুলেন্স তাসমিয়ার ফোন অপারেটরকে জানিয়েছিল, ‘মা পড়ে গেছে।’
মন্টির এমন সচেতনায় মুগ্ধ হয়েছে দেশটির জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ। ইন্টারনেট দুনিয়াও তার এমন কাজের প্রশংসা করেছে। মন্টির মা ওয়েন্ডি বলেন, ‘আমি খুব গর্বিত, সে আমার ছোট্ট হিরো। সে আমার প্রাণ বাঁচিয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।