জুমবাংলা ডেস্ক: খুব কম কষ্টে আর অল্প বিনিয়োগ করে যদি লাভবান হতে চান তবে ছাগলের খামার তৈরি করতে পারেন। ছাগলের খামার তৈরি করার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয়ে বেশি মনোযোগী হতে হবে। তাই আসুন সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই।
খামার করে লাভবান হতে হলে প্রথমেই যে বিষয়ে আগে গুরুত্ব দিতে হবে সেটি হলো ছাগল নির্বাচন। বিভিন্ন ধরনের ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারেই বেশি লাভবান হওয়া যায় বলে মনে করছেন কৃষিবিদরা।
তাই খামার তৈরির ইচ্ছা থাকলে ব্ল্যাক বেঙ্গল ছাগল নির্বাচন করুন। ছাগল নির্বাচনের ঝামেলা শেষ করলে ভাবতে শুরু করুন এর রক্ষাবেক্ষণ ও খাবার নিয়ে।
ছাগলের ঘর তৈরি করতে এমন স্থান বেছে নিন যেখানে খুব বেশি ঠান্ডা অনুভূত হয় না। আবার খুব বেশি সূর্যের আলোও প্রবেশ করতে পারে না।
ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার। কেননা খাবারের ওপরই নির্ভর করবে আপনার পোষা ছাগল কতদিন সুস্থ ও রোগবালাই মুক্ত থাকবে।
ছাগলের খাবারে শুধু ঘাসকে প্রাধান্য দেবেন না। শুধু ঘাসকে প্রাধান্য দিলে ছাগলের পুষ্টিহীনতা দেখা দেবে। এ জন্য খাবারে ঘাসের পাশাপাশি প্রাধান্য দিন খড়, ভুষি অন্যান্য সবুজ পাতাকে।
ছাগলের খাবারে খনিজ লবণের ঘাটতি মেটাতে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বাড়তি খাবারের ব্যবস্থা করতে পারেন।
এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে ছাগলকে নিয়মিত গোসল করান। নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করুন। বিভিন্ন রোগ-প্রতিরোধ করার জন্য ছাগলের টিকা এবং কৃমিনাশক ওষুধের ওপরও সমান গুরুত্ব দিন। তবেই ছাগল চাষে আপনি হতে পারবেন লাভবান এবং একজন সফল খামার চাষী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।