যেভাবে বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত হল মাইক্রোসফট

Microsoft

বিশ্বব্যাপী কম মূল্যে কম্পিউটার পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মাইক্রোসফট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাইক্রোসফট আসার আগে যে কম্পিউটার ছিল তা অত্যন্ত ব্যয়বহুল এবং কেবল বড় প্রতিষ্ঠানে ব্যবহার করার সুযোগ ছিল। বিল গেটস এবং তার বন্ধু পল এলেনকে সাথে নিয়ে মাইক্রো কম্পিউটারের জন্য কোড শেখা শুরু করেন।

Microsoft

পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরিতে বিল গেটস এবং পল এলেন শুরুর দিকে চমৎকার কাজ করেছিলেন। মাইক্রোসফট প্রতিষ্ঠার পর থেকে বিল গেটস আইবিএম এর কাছে নিজের অপারেটিং সিস্টেম বিক্রি করেন। তারা এটি অত্যন্ত কম মূল্যে বিক্রি করেছিলেন।

এরপর খুব কম সময়ে তাদের তৈরি অপারেটিং সিস্টেম বিশ্বজুড়ে আলোচিত হয়। মাইক্রোসফট এর সফল যাত্রা এভাবেই শুরু হয়। এরপর দ্রুত প্রতিষ্ঠিত কোম্পানিতে পরিণত হয়ে মাইক্রোসফট।

কম্পিউটারে বিভিন্ন গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহারের শুরুটা করতে সক্ষম হয় মাইক্রোসফট। মাইক্রোসফট এর মার্কেট খুব দ্রুত বড় হতে থাকে। ১৯৯০ সালে তারা প্রথমবারের মতো মাইক্রোসফট অফিস এপ্লিকেশন নিয়ে আসতে সক্ষম হয়।

এরপর সারা বিশ্বজুড়ে উইন্ডোজের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। বিল গেটস এর সবথেকে মজার বিষয় হলো যখন অ্যাপল ঋণ পরিষদে ব্যর্থ হয়ে দেউলিয়ার পরিবেশ তৈরি হয়েছিল তখন তিনি কোম্পানিকে উদ্ধার করেছিলেন।

ওই সময় বড় অঙ্কের টাকা অ্যাপলের হয়ে পরিশোধ করেছিল বিল গেটস। আপনি যদি ৫০টি বড় কোম্পানির নাম উল্লেখ করতে যান সেখানে মাইক্রোসফট অবশ্যই থাকবে।

এক্সবক্স, বিং সার্চ, hotmail, স্কাইপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা মাইক্রোসফট দিয়ে থাকে। মাইক্রোসফট এখন পর্যন্ত ২২০টির বেশি প্রতিষ্ঠান সরাসরি ক্রয় করে নিতে সক্ষম হয়।

মাইক্রোসফট আজুরি হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সার্ভিস সিস্টেম। মাইক্রোসফট সারফেস পরিষেবার মাধ্যমে হার্ডওয়ার মার্কেটে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। কম্পিউটার সফটওয়ার, কম্পিউটার  হার্ডওয়ার, কনসিউমার ইলেকট্রনিকস, সোশাল নেটওয়ার্ক পরিষেবা, ক্লাউড কম্পিউটিং, ভিডিও গেমস ইত্যাদি জায়গায় মাইক্রোসফট সফলতার পরিচয় দিয়েছে।