লাইফস্টাইল ডেস্ক : ভয়ংকর মা দ ক স্কো পো লামিন। অপরাধ জগতে যার পরিচিত ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের শ্বাস’ নামে। শয়তানের নি:শ্বাস মাদক একটি হেলুসিনেটিক ড্রা গ। রসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। মা দ কটি দেখতে পাউডারের মত সাদা। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয়, আচরণকে প্রভাবিত করে, ফলে আক্রান্ত ব্যক্তি অপরাধীর দেওয়া আদেশ অনুসরণে বাধ্য হয়। পাশ্চাত্যের এই ভয়ংকর মা দ ক এখন দেশের সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। তাদের টার্গেট হয়ে স্বেচ্ছায় নিজেদের মূল্যবান মালামালসহ টাকা পয়সা হারাতে হচ্ছে সাধারণ মানুষকে।
অপরাধীচক্র ছিনতাইয়ের মত অপরাধকর্মে যেভাবে স্কোপোলিমিন মা দ ক ব্যবহার করে :
- ধোয়ার মাধ্যমে
- স্কোপোলামিন পাউডার মুখ বা নাক দিয়ে নিশ্বাসের সাথে প্রয়োগের মাধ্যমে
- হাতসহ দেহের কোন অঙ্গের তবকে প্রলেপ লাগিয়ে, ফলে এটি ধিরে ধিরে রক্তে মিশে যায়।
- ট্যাবলেট হিসেবে পানি বা শরবতের সঙ্গে মিশিয়ে
- ইনজেকশনের মাধ্যমে তবকে মিশিয়ে
স্কোপোলামিন থেকে বাঁচার উপায় :
- অচেনা বা সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে কোন জিনিস খাবেন না বা কোন পানীয় পান করবেন না।
- রাস্তায় বা হোটেলে খাবার খাওয়ার সময় খবার উন্মুক্ত রেখে কোথাও যাবেন না।
- অচেনা ব্যক্তির সঙ্গে হ্যান্ডসেক করা থেকে বিরত থাকুন। হাত মুষ্টিবদ্ধ করে স্পর্স করুন। অচেনা ব্যক্তি গ্লাভস পরা থাকলে কোন মতেই হ্যান্ডসেক করবেন না।
- ভ্রমণের সময় অচেনা বা সন্দেহজনক ব্যক্তির ব্যবহার করা কোন বস্তু নিজে হাত দিয়ে ধরবেন না।
- অচেনা কেউ ঠিকানা বা প্রেসক্রিপসন দেখে দিতে বললে সাবধানতা অবলম্বন করুন অথবা এড়িয়ে চলার চেষ্টা করুন।
- কোন ফুল বিক্রেতার ফুলের ঘ্রাণ শুকবেন না।
- অচেনা জায়গায় ঘুরতে গেলে কোন রুমে থাকা অবস্থায় মশা নিধনকারী স্প্রে বা ফ্রেশনার স্প্রে ব্যবহার করবেন না। প্রয়োজনে মশারি ব্যবহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।