লাইফস্টাইল ডেস্ক : চা বাগানে সমৃদ্ধ পর্যটন শহর শ্রীমঙ্গল। সবকটি ঋতুতেই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে এখানে। এসব ভ্রমণপিপাসু মানুষেরা সারাদিন পথে-প্রান্তরে ঘুরে ক্লান্ত হয়ে খুঁজে ফেরেন এককাপ চা। তাদের এই চায়ের তৃষ্ণা মেটায় সাত রঙের চা। বাহারি রঙের এই চায়ে রয়েছে অদ্ভূত এক মায়াময় মাদকতা। চায়ের কাপের চুমুকেই যেন পাওয়া যায় এই অঞ্চলের ঐতিহ্য।
শ্রীমঙ্গল বিজিপি ব্যাটালিয়ান ক্যান্টিনের পাশে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে নীলকণ্ঠ আর আদি নীলকণ্ঠ নামে রয়েছে দুটি চায়ের কেবিন। সাজানো গোছানো প্রশস্ত জায়গা জুড়ে সারিবদ্ধ চেয়ার আর জৌলুস ছড়ানো সামিয়ানা। যা দেখে সবারই মন ভরে যাবে।
রমেশ রামগৌড় নামে এক ব্যক্তি এই কেবিন দুটির মালিক। তিনিই সাত রঙের চায়ের আবিষ্কার করে বদলে দিয়েছেন চায়ের ইতিহাস আর ঐতিহ্য।
অনেকেই মনে করেন রমেশ চা জনগোষ্ঠীর মানুষ। মূলত তিনি বাঙালি, হিন্দু পরিবারের সন্তান। ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় তার বাড়ি। কাজের সন্ধানে এখন থেকে দুই দশক আগে চলে আসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এরপর থেকেই বিভিন্ন পেশা বদলে একসময় একটি চায়ের স্টল খোলে বসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।