বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে তারা। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।
আর ব্যবহারকারী চাইলেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনে লাস্ট সিন অপশন বন্ধ করতে পারেন। কে কে আপনার লাস্ট সিন দেখতে পারবে তা নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারী ইচ্ছা মতো। তবে এখন থেকে আপনি আপনার অনলাইন স্ট্যাটাস যখন খুশি বন্ধ করতে পারবেন আবার যখন খুশি অন করতে পারবেন।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে বিভিন্ন সময় আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। এবার অনলাইন স্ট্যাটাসে আপডেট আনছে এই প্ল্যাটফর্মটি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফো একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে এই বিষয়ে জানানো হয়েছে। ওই মেসেজে দেখা গেছে ‘লাস্ট সিন’ অপশনের সঙ্গে যোগ করা হয়েছে একটি অনলাইন অপশন। যার নতুন নাম দেওয়া হয়েছে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’।
কারা কারা ‘লাস্ট সিন’ অপশন দেখতে পাবেন সেবিষয়ে ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারবেন। মোট ৪টি অপশন থাকছে এখানে। তার মধ্যে রয়েছে ‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্টস’, ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ এবং ‘নোবডি’। এর সঙ্গে আরও একটা অপশন যোগ করা হয়েছে। যে অপশনটির নাম দেওয়া হয়েছে ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’। ওই অপশনে মোট দুটি সাব ক্যাটাগরি থাকছে। প্রথমটি ‘এভরিওয়ান’ এবং দ্বিতীয়টি ‘সেম এস লাস্ট সিন’।
বর্তমানে এই ফিচারটি ডেভেলপমেন্টের স্তরে রয়েছে। তবে বিটা টেস্টারদের কাছে এই ফিচারটি পাঠানো হয়েছে। ফলে অনেক বিটা টেস্টার এখনই ফিচারটি ব্যবহার করতে পারছেন। এই ফিচারটি কবে থেকে সবার জন্য চালু করা হবে সেবিষয়ে এখনও জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।