সাধারণত মানুষ এক আর্টিস্ট বা অ্যালবামের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। মানুষ নানা ক্যাটাগরির নানা মিউজিক শুনতে পছন্দ করে। অনেক নতুন মিউজিক এবং আর্টিস্ট আছে যারা দারুন কিছু কনটেন্ট তৈরি করেছে এবং আপনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেগুলো খুজে পেতে পারেন এবং আপনার পছন্দের মিউজিক শুনতে পারেন। এই আর্টিকেলে আলোচনা করা হবে যেসব মিউজিক app আপনার নিয়মিত সঙ্গী হতে পারে।
সাউন্ড ক্লাউড
সাউন্ড ক্লায়েন্ট মিউজিক অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামনে কোন নতুন আর্টিস্ট পপুলার মিউজিক নিয়ে আসলে এই অ্যাপের মাধ্যমে সে খবর জানতে পারবেন। তবে এই অ্যাপটি ডেক্সটপ ওয়েবসাইট দিয়ে চালানো সম্ভব। মোবাইলে সফটওয়্যার দিয়ে এটি চালানো গেলেও অনেকেই এ বিষয়ে জানেন না।
আপনি স্কুল, কলেজে এ হেঁটে যাচ্ছেন বা বাসায় এখন অবসর সময় আছেন। এই সময় সানক্লাউড অ্যাপটি বিভিন্ন মিউজিকের সাথে আপনার সঙ্গী হতে পারে। এই অ্যাপের মধ্যে সবথেকে জনপ্রিয় ৫০ টি মিউজিক আপনার তালিকায় দেখা যাবে এবং আপনি সহজেই সেগুলো আপনার প্লে লিস্ট থেকে চালাতে পারবেন।
রিভার ন্যাশন ডিসকভার
এই অ্যাপটি ডাউনলোড করার পরেই আপনাকে সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির মিউজিক আপনি সবথেকে বেশি পছন্দ করেন বা শুনতে চান। দেশীয় সঙ্গীত, ডান্স সংগীত, লোক সংগীত, হিপ হপ, মেটাল ইত্যাদি ক্যাটাগরি হতে পারে। আপনি পরবর্তীতে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন এবং অন্য ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন।
বিভিন্ন ক্যাটাগরি থাকার কারণে স্পটিফাই থেকেও আপনি খুব দ্রুত নতুন মিউজিক বা গান খুজে পেয়ে যাবেন। সাধারনত মানুষ এক কাটাগরির মিউজিক পছন্দ করেনা। মানুষ সাধারণত নানা ক্যাটাগরির গান শুনতে পছন্দ করে। এই অ্যাপে আপনি কাস্টম লিস্ট তৈরি করতে পারেন।
টিকিফাই
নতুন গান এবং প্লে লিস্ট খুঁজে পাওয়ার জন্য এই সফটওয়্যারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ডাউনলোড করার পরেই আপনাকে একটি স্পটিফাই একাউন্ট এর সাথে লিংক করতে বলবে। নতুন আর্টিস্ট নতুন গান নিয়ে আসলে এই অ্যাপের মাধ্যমে আপনি তা জানতে পারবেন।
আপনার প্রিয় ব্যান্ড এবং আর্টিস্ট তাদের কাছ থেকে নতুন কনটেন্ট থাকলে জেনে যাবেন। বর্তমানে টিকিফাই সফটওয়্যার টি শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই রিলিজ করা হয়েছে। তবে ডেভেলপাররা কাজ করছে যাতে ফিউচারে অ্যাপল ডিভাইসের জন্য এটি চলে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।