প্রত্নতাত্ত্বিকরা উত্তর খুঁজে পায়নি এরকম অনেক সৃষ্টি আজও দুনিয়াতে রয়েছে। প্রাচীনকালে নির্মিত এসব প্রততাত্ত্বিক নিদর্শন নিয়ে অনেক প্রশ্ন আছে যার উত্তর বিজ্ঞানের কাছে আজও রহস্য হয়ে আছে।
শ্রাবণভেলগোলা ভারতের প্রাচীন শহরগুলোর একটি। এই শহরের দালানগুলি সম্পূর্ণ পাথর দিয়ে নির্মিত। প্রশ্ন হচ্ছে আজ থেকে ১০০০ এর বেশি বছর আগের সময়ে পাথর দিয়ে এত নিখুঁত ও উঁচু দালান কীভাবে নির্মাণ করা সম্ভব হলো। প্রত্নতাত্ত্বিকদের কাছে এটি একটি আশ্চর্যজনক বিষয়।
কো ফুন নামক একটি মনোলিথ জাপানে রয়েছে। জাপানের মানুষের কাছে এটি একটি রহস্যের নাম। এর মধ্যে সবথেকে জনপ্রিয় মনোলিথ হচ্ছে ডাইসন। জাপানিরা এখনো এসব মানালিথ নির্মাণের উদ্দেশ্য বুঝতে পারছে না। বিজ্ঞানীরা ধারণা করছে যে প্রাচীনকালে রাজাদের সমাধি নির্মার্ণের প্রয়োজনে এসব স্থান ব্যবহার করা হতো।
লেবাননের বালবেক খুবই বিখ্যাত মনোলিথ। এই মনোলিথ নির্মাণের ব্যাখ্যা এখনো খুঁজে পায়নি বিজ্ঞানীরা। এগুলো কীভাবে তৈরি করা হয়েছে সে রহস্য এখনো আবিষ্কার করা হয়নি। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে ১০ হাজার বছর আগে এ ধরনের প্রস্তরখন্ডের উঁচু দালান নির্মাণ করা সম্ভব হওয়ার কথা নয়। কীভাবে ১ হাজার টন ওজন বিশিষ্ট পাথরখণ্ড বহন করে এ স্থানে নিয়ে আসা সম্ভব হল সেটাও সবার অজানা।
ক্রিমিয়ায় মুঙ্গো কলে নামক একটি প্রাচীন গুহা শহর রয়েছে। সেনাদের দুর্গ হিসেবে এটি ব্যবহার করা হতো। ওই সময়ের বাইজেনটাইন সম্রাট এটি তৈরির আদেশ দিয়েছিল বলে ধারণা করা হয়। পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যের সেনারা এটি দখল করে নেয়।
তুরস্কের ডালিয়ান শহরে কাউনোজ নামে একটি প্রাচীন শহর রয়েছে যা দেখতে খুবই সুন্দর। আজ থেকে ২৫০০ বছর আগে ঠিক এ জায়গায় নানা সংস্কৃতির লোকজন একত্রে বসবাস করত। বাণিজ্যের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা ছিল। এ শহরের এখনো অনেক রহস্য সামনে আসা বাকি।
জর্ডানের পেট্রা শহরে URN সমাধি অবস্থিত। এটির কাঠামো বেশ জটিল। ধারণা করা হচ্ছে অনেক আগে রোমান সাম্রাজ্যের সময়ে এটি নির্মাণ করা হয়। এত বছর আগে এরকম জটিল কাঠামোর স্তম্ভ কীভাবে নির্মাণ করা হলো প্রত্নতাত্ত্বিকদের কাছে তার উত্তর জানা নেই।
গ্রিসের কাপেনা মঠ এত উঁচুতে অবস্থিত যে ওই জায়গার এক্সেস পাওয়া বেশ কষ্টকর ব্যাপার। অথচ ১২১২ সালে এটি অনায়াসে নির্মাণ করা হয়েছিল। এখন এ জায়গায় আর কেউ বাস করে না। তব আগ্রহী ভ্রমণপিপাসুরা এ জায়গায় ভ্রমণ করতে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।