Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মক্কা ছাড়া আজ (৩১ মে) থেকে সৌদি আরবের সব মসজিদে শুরু হয়েছে জামাতে নামাজ আদায়। তবে মসজিদ খুললেও মুসল্লিদের মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ।
দীর্ঘ ৭৭ দিন পর রবিবার (৩১ মে) ফজরের থেকে সৌদি আরবের মদিনার মসজিদে নববীসহ অন্যান্য মসজিদ খুলে দেয়া হয়েছে। সৌদি সরকার বিভিন্ন শর্তে মসজিদ খুলে দিয়েছে।
এরমধ্যে, নামাজের ১৫ মিনিট আগে মসজিদ খোলা, নামাজ শেষে ১০ মিনিট পরে মসজিদ বন্ধ করা হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়ানোর সময় একে অপর থেকে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মসজিদের ভেতরে-বাইরে পানি রাখা ও খাওয়া যাবে না।
মসজিদের টয়লেট ও অযুখানা বন্ধ রাখা। জুমুআর নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা, ২০ মিনিট পরে বন্ধ করা হবে। এছাড়া খুতবা ১৫ মিনিটের বেশি না হওয়া। এসব শর্তই দিয়েছে সৌদি সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



