বিশ্বে এরকম অনেক সফল ব্যবসায়ী আছে যারা তথাকথিত সমাজ ব্যবস্থার বাহিরে গিয়ে অন্য কিছু চিন্তা করেছে। এই উদ্যোক্তারা শুধুমাত্র ভাল ব্যবসা বুঝেন সে জন্যই বিখ্যাত নন, তাদের রঙ্গিন দুনিয়ার প্রত্যেকটি মুহূর্ত ও তাদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা পাশাপাশি তাদের সম্মোহনী বক্তৃতার জন্যও তারা আজ খ্যাতির শীর্ষে অবস্থান করছে। এরকম উদ্যোক্তার জীবনের কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে এ লেখায়।
মার্ক জাকারবার্গঃ জাকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে এমন এক সাইট তৈরি করতে চেয়েছেন যা বন্ধুদের মধ্যে সবসময় যোগাযোগ রক্ষা করবে। জাকারবার্গ এটিকে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
মাত্র ২৬ বছর বয়সেই জাকারবার্গ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছেন। এত কম বয়সে এরকম মেধাবী কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার ওই সময়ে আমেরিকায় কমই ছিলো। ফেসবুক জাকারবার্গের বিস্ময়কর আবিষ্কার যা পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকেই পরিবর্তন করে দিয়েছে।
নিকোলাস বারগ্রুনঃ কখনো শুনেছেন যে এরকম বিলিওনিয়ার ব্যবসায়ী আছে যার কোন বাড়ি নেই! আমরা সবসময় এটা শুনে অভ্যস্ত যে, যারা ধনী তাদের কয়েক জায়গায় একাধিক বাড়ি থাকে। জার্মান বংশোদ্ভুত আমেরিকার নাগরিক নিকোলাস ছোটবেলা থেকেই প্রচুর ধন-সম্পদের মধ্যে বড় হয়েছেন। তাই বড় হয়ে ভিন্ন ধাঁচের কিছু করার ইচ্ছা ছিলো। ২০১০ সালে বারগ্রুন গভার্মেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।
এটি একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ছিলো যার কাজ হচ্ছে ক্যালিফোর্নিয়ায় সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে জনকল্যানমুখী করা যাতে দিনশেষে এক সুন্দর শহর হিসেবে ক্যালিফোর্নিয়া গড়ে উঠে। আমেরিকার বড় বড় শহরে বাড়ি কিনে টাকা নষ্ট করতে রাজি ছিলেন না নিকোলাস। এজন্য যেখানে যেতেন হোটেলে থাকাটাই শ্রেয় মনে করতেন! এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি “The Homeless Billionaire” হিসেবে পরিচিত।
সেথ প্রীবাশঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সন্তান সেথ প্রীবাশের ছোটবেলা থেকেই গেমিং এর প্রতি আকর্ষন ছিলো। মাত্র ২২ বছর বয়সে স্ক্যানভেঞ্জার নামে একটী সোশ্যাল অ্যাপ ডেভেলপ করেন সেথ। এই অ্যাপ দিয়ে মোবাইল গেমিং এ যুক্ত হতে পারতো আমেরিকার গেমপাগলরা। ঐ সময় এটি দ্রুত ১০০ মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিনত হয়। গুগলে প্লে স্টোরে এটি লাভজনক অবস্থায় ছিলো। ২০১২ সালে অ্যাপ্লিকেশনটির নাম পরিবর্তন করে দ্য লেভেল আপ রাখা হয়। তার কোম্পানিটি আমেরিকার বোস্টনে অবস্থিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।