জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘নীলপদ্ম’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবিটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসব।
দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করেছেন তৌফিক এলাহী। গবেষণার বিষয় নিয়ে নিজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন এই নির্মাতা।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। রুনা খান ছাড়াও রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এই উৎসবে ঢাকা ও কলকাতায় শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। এ মধ্যে থেকে নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel