জুমবাংলা ডেস্ক : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে খাদ্য কর্মকর্তা, নির্বাচন কর্তকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ তিনজন, রংপুর জেলা পুলিশের এক সদস্য, মেট্রোপলিটন পুলিশের এক সদস্য, ফায়ার সার্ভিসের এক কর্মী এবং নগরীর জাহাজ কোম্পানি মোড় ও সাতমাথা খাসবাগ এলাকার একজন করে রয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম সদরে জেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য অফিসের গাড়িচালক ও জজকোর্টে কর্মরত দু’জনসহ পাঁচনজন, নাগেশ্বরী উপজেলার দু’জন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক ও সাদুল্ল্যাপুরের দু’জন এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। এতে রংপুরে আটজন, কুড়িগ্রামে সাতজন, গাইবান্ধায় তিনজন এবং লালমনিরহাট জেলায় একজনের নমুনায় করোনা শনাক্ত হয়।
এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।