রংপুর প্রতিনিধি: ‘স্কুলের পড়া স্কুলেই শেষ, থাকবে শিশু মজায় বেশ’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার (৯ জানুয়ারি) রংপুর শহরের বাহার কাছনা এলাকার নিউ মাস্টারপাড়ায় সম্পূর্ণ নিজস্ব স্কুল ভবন ও স্থায়ী ক্যাম্পাসে লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন ও বিনামূল্যে সরকারি বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মো: কামরুল ইসলামের সভাপতিত্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ডা: মো: হাসমত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরুন্নবী ফুলু, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার, খন্দকার আব্দুল করিম মিঞা, বিএম কলেজের অধ্যক্ষ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হলি চাইল্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি, মহানগর রংপুরের সভাপতি সাজ্জাদ হায়দার স্বাধীন, বীর মুক্তিযোদ্ধা মো: আবু তালেব এবং রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের সদস্য মো: আলতাব হোসেন রাজু।
অধ্যক্ষ আব্দুস ছাত্তার বলেন, ‘এই অঞ্চলে একটি আধুনিক ও নৈতিক স্কুলের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিনের। আমি মনে করি লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলটি সেই অভাব পূরণ করতে সক্ষম হবে।
কাউন্সিলর নূরুন্নবী ফুলু বলেন, ‘আমার বিশ্বাস স্কুলটি অত্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং একটি ভালোমানের স্কুলে পরিণত হবে।’
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক, স্থানীয় জনগণ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।