জুমবাংলা ডেস্ক: নানান কর্মসূচির মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জে আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হযেছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে শহীদ মিনার বেদিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় , মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে দলীয় কার্যালেয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।