রকেট গতিতে চলছে ‘জাওয়ান’, নতুন অফার ঘোষণা শাহরুখের

রকেট গতিতে চলছে ‘জাওয়ান’, নতুন অফার ঘোষণা শাহরুখের

বিনোদন ডেস্ক : বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে চলছে শাহরুখ খানের ‘জাওয়ান’। এরইমধ্যে ১০২২ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। হাজার কোটির গণ্ডি পেরোতেই এটি দেখার জন্য নতুন অফার দিলেন কিং খান। তা হল- একটি টিকিট কিনলে দর্শক পারেন আরেকটি ফ্রি টিকিট। বুধবার শাহরুখের এমন ঘোষণার পর উচ্ছ্বসিত কিং খান ভক্তরা।

রকেট গতিতে চলছে ‘জাওয়ান’, নতুন অফার ঘোষণা শাহরুখের

বছর চারেক বাদে প্রত্যাবর্তন করেও একের পর এক চমক দেখিয়েছেন শাহরুখ। ‘পাঠান’ ছবি দিয়ে হুঙ্কার ছেড়েছিলেন, আর ‘জওয়ান’-দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। সিনে বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মাত্র তিন সপ্তাহেই ‘জওয়ান’ হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

শাহরুখ যে সুপারস্টার সেটা সবাই দেখলেও নিজ চোখে দেখে ছোট ছেলে আব্রাম। তাই নিজের ৫টি ছবি ছেলের জন্য উৎসর্গ করেছেন তিনি।

শাহরুখের ভাষ্য, আমার পরবর্তী ৫টি সুপারহিট সিনেমা আমার ছোট ছেলে আব্রামের জন্য। কারণ ও শুধু শুনেই এসেছে যে আমি সুপারস্টার, কিন্তু আমার পর পর ব্লকবাস্টার ছবি সাক্ষী থাকেনি।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু বেল্টেও রমরমিয়ে ব্যবসা করেছে এই ছবি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।

এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও রয়েছেন দিপিকা পাডুকোন, সঞ্জয় দত্ত, প্রিয়মণি, সঞ্জীতা, সানিয়া মালহোত্রা, লেহের খান প্রমুখ।