বিনোদন ডেস্ক : সদ্য বিবাহিত বলিউডের নবদম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর শুধু তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে একা পার্টি করছেন না। সঙ্গে যুক্ত হয়েছেন সংবাদকর্মীরাও।
![রণবীর-আলিয়ার বিয়ে পার্টিতে সাংবাদিকদের যা দিয়েছিলেন](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/04/kiszce.png?resize=762%2C427&ssl=1)
বিয়ে পার্টিতে সাংবাদিকদের জন্য ভারতের বিখ্যাত ‘বাশ’-এর সুস্বাদু কেক পাঠান নবদম্পতি।
গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের এ তারকা যুগল ভারতের মুম্বাইয়ে রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে গাঁটছড়া বাঁধেন।
বিয়ের পর কেক কেটে, শ্যাম্পেন পান করে আর নেচে–গেয়ে বিশেষ দিনটি উদ্যাপন করেছেন তারা। আলিয়া আর রণবীরের বিয়ের একগুচ্ছ ছবি নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। সবাই এই জুটিকে উজাড় করে ভালোবাসা দিচ্ছেন। পিংকভিলা
Nom! Nom!#RanbirKapoor & #AliaBhatt send delicious cake for the media. 🎂#RanbirAliaWedding pic.twitter.com/6Edw9Ewdnt
— Pinkvilla (@pinkvilla) April 16, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।