বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য রোববার, ২১ আগস্ট দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক। আনলিমিটেড মেয়াদের চারটি ডেটা প্যাকেজ চালু করেছে প্রতিষ্ঠান দুটি। এবার তাদের দেখনো পথেই হাঁটতে যাচ্ছে রবি ও বাংলালিংক। প্রতিষ্ঠানটি দুটিও আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ চালু করতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী বলেন, টেলিটক ও গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক চালু করেছে। আপনাদের সুখবর দিতে পারি এক-দুই দিনের মধ্যে রবি ও বাংলালিংকের আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাক পাবেন।
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদের দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। ১১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৪০ জিবি ডেটা এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি। অপরদিকে টেলিটক আনলিমিটেড মেয়াদের ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে।
এর আগে প্রথমবারের মতো আওয়ারলি আনলিমিটেড ইন্টারনেট সুবিধা নিয়ে আসে গ্রামীণফোন। ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ৮ জিবি) ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ১২ জিবি) ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে বিটিআরসির নির্দেশনায় প্রথমবারের মতো টেলিটক আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।