বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা অতনু ঘোষ তৈরি করেন ‘ময়ূরাক্ষী’। বৃদ্ধ বাবা আর প্রবাসী ছেলের গল্প নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। বাবা আর প্রবাসী ছেলের চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ।
ছবিটি ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এছাড়া সেরা ছবি সমালোচক, সেরা অভিনেতা সমালোচক (সৌমিত্র চট্টোপাধ্যায়), সেরা অভিনেতা জনপ্রিয় (প্রসেনজিৎ) এবং সেরা আবহসংগীত (দেবজ্যোতি মিশ্র) বিভাগে ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার পেয়েছে ‘ময়ূরাক্ষী’। চলতি বছরই এই পরিচালক কাজ করেন ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে জয়া। ছবিটি এখনও মুক্তি পায়নি। তাই পুরস্কারের হিসাব কষাটা এখনও সম্ভব নয়।
আর এ ছবিতে কাজ করতে গিয়েই পরিচালক ঠিক করে ফেলেন পরের গল্পেও জয়াকে চাই। অতনু ঘোষের ভাষ্যে—‘রবিবার’ নির্মাণ করতে যাচ্ছি। এই ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল। বিশেষ করে জয়া আহসানকে নিয়ে যখন ‘বিনিসুতোয়’ ছবিটির শুটিং করছিলাম তখন এই ইচ্ছাটা আরও মাথাচাড়া দিয়ে ওঠে।
হ্যাঁ, ‘রবিবার’ ছবিতে কাজ করছেন জয়া। সঙ্গে আছেন কলকাতার বাঘা অভিনেতা প্রসেনজিৎ। যার ফলে ট্রিলজির পরবর্তী এ ছবিতে অতনুর সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করছেন জয়া ও প্রসেনজিৎ দুজনই।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলকাতায় আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলন প্রসেনজিৎ, জয়া আহসান ও অতনু ঘোষ।
জয়া বলেন, ‘পরিচালকের এমন প্রশংসা পাওয়া সৌভাগ্যের বিষয়। খুবই ভালো লাগছে অতনু ঘোষ আমার ওপর আস্থা রেখেছেন ভেবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।