জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের চলমান সংকটে বন্ধ থাকা ঢাকার নিউমার্কেট আগামী রবিবার খুলে দেওয়া হচ্ছে। তবে মাস্ক ছাড়া কোনো ক্রেতা মার্কেটে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে কতৃপক্ষ।
নিউমার্কেটের সহসভাপতি মো. আশরাফ আহমেদ আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় দৈনিক আমাদের সময় অনলাইনকে এ কথা জানান।
আশরাফ আহমেদ বলেন, ‘আগামী ৩১ মে থেকে খুলবে নিউমার্কেট। আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখা হবে।’
নিউমার্কেটের সহসভাপতি আরও বলেন, ‘আমরা প্রতিটি গেটের প্রবেশ মুখে জীবাণুনাশক কারপেট এবং হাত ধোয়ার ব্যবস্থা করেছি৷ আর সকল ক্রেতাকেই অবশ্যই মাস্ক পরে মার্কেটে ঢুকতে হবে। মাস্ক ছাড়া কাউকেই এলাউ করা হবে না।’
আশরাফ আহমেদ বলেন, ‘প্রতিটি গেটের পাশেই আমরা মাস্কের ব্যবস্থা করে রাখব। তবে দোকান খোলার সময়টা একটু পরিবর্তন করে দিতে সরকারের কাছে আমরা অনুরোধ করছি। সময়টা যাতে দুপুর ১২টা থেকে ৬টা করে দেয়, অথবা ৮ পর্যন্ত করে দেওয়া হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



