স্পোর্টস ডেস্ক : ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে বিচ্ছেদ ঘটে গেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বার্সেলোনা বিস্ফোরক এক ঘোষণা দেয়, মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারছেন না তারা। তাতে করে কাতালান ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি হয়।
মেসি থাকতেই চেয়েছিলেন বার্সায়। প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা শুক্রবার জানান, যৌথভাবে তারা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড এতটাই হতাশ ছিলেন যে তাতে আপত্তি জানান। তবে বার্সা ভক্তদের উদ্দেশ্যে কিছু না বলে বিদায় নিচ্ছেন না তিনি। রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সা ভক্তদের ‘গুডবাই’ জানাতে সংবাদ সম্মেলন করবেন মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


