চট্টগ্রামে সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। মিলগেটে ১৫৩ এবং খুচরায় ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল স্ট্যাকহোল্ডারদের সাথে বৈঠক শেষ করে এ সিদ্ধান্ত দিয়েছে টাস্কফোর্স কমিটি। কেউ যদি এই নির্দেশনা দেয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
পাশাপাশি তিনি বাজারে মনিটরিং আরো জোরদার করবেন বলে আশা দিয়েছেন। চট্টগ্রামে এমনিতেই কয়েকদিন ধরে বেশি সংকট চলছে। তারপর রোজার মাসে এ সমস্যা আরও তীব্র হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করলেও কোন সমাধান মিলেনি। ব্যবসায়ীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে টাস্কফোর্সের বৈঠক চলে। বৈঠক শেষে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।