জুমবাংলা ডেস্ক : আসন্ন শবেবরাত ও রোজার আগে ন্যায্যমূল্যে ট্রাকসেল কার্যক্রম শুরু করল সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাঁচটি পণ্য মিলবে মাত্র ৪৪৫ টাকায়। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকায়, এক কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি শুরু করেছে টিসিবি। গতকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হয়।
জানা গেছে, গতকাল থেকে ঢাকা ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘সোমবার সকাল ১০টা থেকেই টিসিবির ট্রাকসেল শুরু হয়। আজ মঙ্গলবার খুলনায় বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবে।
এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকা।
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। গত ৩১ ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এর ৪০ দিন বাদে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণন শুরু করল টিসিবি।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিপণন কার্যক্রম চলছে। আর যাদের কার্ড নেই, তারা ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রি চলমান। এর পাশাপাশি এখন থেকে সাধারণ ভোক্তার কাছে ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এর মধ্যে রয়েছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। ঢাকার ৫০ পয়েন্টে এবং চট্টগ্রামের ২০টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করেছে টিসিবি।
একই সঙ্গে চট্টগ্রামে এক মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় ট্রাকসেলে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। সরকার সারা দেশে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যের নিত্যপণ্য বিতরণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় জানুয়ারি মাসে চট্টগ্রাম নগরী ও জেলার কোথাও টিসিবির পণ্য বেচা যায়নি। অবশেষে স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়াই সোমবার থেকে নগরীতে উন্মুক্ত ট্রাকসেলের মাধ্যমে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে।
টিসিবি জানিয়েছে, যে কেউ লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের এসব পণ্য নিতে পারবে। নগরীর ৪১টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রির জন্য ৬০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতি ট্রাক থেকে ২০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবে।
সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।