রয়েল এনফিল্ডকে দুর্দান্ত মেকওভার, চোখ সরাতে পারবেন না আপনিও
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ব্রিটেনের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ‘রয়েল এনফিল্ড’ এর স্বকীয়তায় মুগ্ধ বিশ্ববাসী। বাংলাদেশের বাইকারদের কাছে এ এক স্বপ্ন বটে! এবার একটি রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০-কে দুর্দান্ত মেকওভার দিয়ে স্বপ্নকে আরো চূড়ায় পৌঁছে দিয়েছে ইমোর কাস্টমস নামের এক সংস্থা।
রুচিশীল, মাসকুলিন ডিজাইনের কারণে সবার নজর কেড়েছে। গাড়ির পেইন্ট স্কিম ম্যাট ব্ল্যাকের উপর। তাতে মেটালিক সোনালি রঙের স্ট্রাইপস। আর তাতেই এক দুর্দান্ত নিও-রেট্রো লুক এসেছে গাড়িটিতে।
কাস্টম ফুয়েল ট্যাঙ্কটিকেও ম্যাট পেইন্ট করা হয়েছে। তার উপর রয়েছে দুর্দান্ত পিন স্ট্রাইপের কাজ। এই ধরনের পেইন্ট ওয়ার্ক ভারতে খুব কমই দেখা যায়। নতুন এলইডি হেডল্যাম্প বসানো হয়েছে। এর পাশাপাশি রয়েছে টার্ন ইন্ডিকেটর এবং টেইল লাইটও পাল্টে দেওয়া হয়েছে এই মোটরসাইকেলে।
কাস্টমাইজেশন সংস্থার দাবি, আর্গোনোমিকভাবে সিটটি তৈরি করা হয়েছে। ফলে লং রাইডের ক্ষেত্রেও আরামদায়ক। পিলিয়নের পেছনে রেস্টও দেওয়া হয়েছে। তবে ইঞ্জিনে কিছু পরিবর্তন করা হয়নি। তবে এতেও কালো রং করে দেওয়া হয়েছে। একইভাবে কাস্টম একজস্টও কালো রং করা।
নতুন শক অ্যাবজরভারের কারণে, মোটরসাইকেলটি একটি আলাদা রকমের স্ট্যান্স এসেছে। ফলে চট করে ধরা যাবে না যে এটি ক্লাসিক ৩৫০। মিটিয়র ভেবে অনেকে ভুল করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।