আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনের নিপীড়ন থেকে বাঁচতে পালানোর সময় ১৭৩ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার।
মঙ্গলবার দেশটির সামরিক মুখপাত্র জানান, গত রোববার দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে সন্দেহজনক একটি নৌকা থেকে তাদের আটক করে মিয়ানমারের নৌবাহিনী।
এদের মধ্যে ২২ শিশুও রয়েছে। আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা।
তবে পশ্চিমাঞ্চলীয় রাখাইনে এখনো ৬ লাখ রোহিঙ্গা অবরুদ্ধ জীবনযাপন করছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


