আবারও আলোচনায় বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। বেশ কিছুদিন খবরে না থাকলেও আলোচনার কেন্দ্রে ফিরতে নতুন কৌশল নিলেন তিনি—আর তাতেই ভাইরাল হয়ে গেল একটি ভিডিও।

সম্প্রতি প্রকাশ্য রাস্তায় হাঁটতে হাঁটতেই একের পর এক পোশাক খুলতে দেখা গেছে রাখি সাওয়ান্তকে। সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন পথচারীরা। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাঁটার ফাঁকেই পোশাক খুলছেন রাখি। যদিও ভেতরে তিনি অন্তর্বাস পরেই ছিলেন।
এই ঘটনায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অনেকেই তার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
একসময় বলিউডের ‘আইটেম’ গানে নিয়মিত পারফর্ম করতেন রাখি সাওয়ান্ত। তবে গত কয়েক বছরে সেই ধারা বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই আক্ষেপ করতে দেখা যায় তাকে। তার দাবি, এখন নায়িকারাই ‘আইটেম’ গানে নাচছেন, কিন্তু তার সময়ের গানে যে আলাদা মাদকতা ছিল, তা এখন আর নেই। কিছুদিন আগে তামান্নার নাচ নিয়েও এমন মন্তব্য করেছিলেন রাখি।
ব্যক্তিগত জীবনেও আলোচনার বাইরে নন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। সংসার শুরু করতে ইসলাম ধর্ম গ্রহণও করেন তিনি। তবে এক বছরের মধ্যেই দাম্পত্য জীবনে অশান্তির খবর সামনে আসে। এমনকি আদিলের সঙ্গে রাখির আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ এখনো হয়নি বলেও শোনা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


