আন্তর্জাতিক ডেস্ক : সংসারজীবনে স্ত্রীর সঙ্গে ঝগড়া একটি সাধারণ চিত্র। কিন্তু ইতালিতে এক ব্যক্তি যা করলেন, তা হয়তো কেউ কল্পনাও করতে পারবেন না।
রাগ কমাতে তিনি সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইতালির একেবারে উত্তরের এলাকা কোমো থেকে হেঁটে হেঁটে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যান দক্ষিণাঞ্চলের ফানো শহরে। আদ্রিয়াটিক উপকূলের ছোট্ট একটি শহর ফানো।
দেশটির কঠোর লকডাউন ভঙ্গের অপরাধে পুলিশ তাকে না ধরলে হয়তো আরও পথ পাড়ি দিতেন তিনি। খবর দি ইনডিপেনডেন্টের।
৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে শুক্রবার পুলিশ কর্মকর্তারা আটক করেন। কিন্তু প্রথমে কর্মকর্তারা বিশ্বাসই করতে পারেননি যে তিনি এত দূরে হেঁটে এসেছেন।
পরে তার নাম যাচাই করতে গিয়ে দেখেন, এক সপ্তাহ আগে তার স্ত্রী তার নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছেন।
ইতালির সংবাদমাধ্যমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি শীতে জড়সড় হয়ে গিয়েছিলেন। খুব ক্লান্ত ছিলেন। তবে মাথা ঠাণ্ডা করতে এতটা পথ হেঁটে আসবেন, তা তিনি নিজেও কল্পনা করেননি বলে স্বীকার করেছেন।
ওই ব্যক্তি বলেছেন, ‘ঐতিহাসিক’ এই ভ্রমণের সময় তিনি অপরিচিত লোকজনের কাছ থেকে খাবার চেয়ে খেয়েছেন। দিনে তিনি গড়ে হেঁটেছেন ৬০ কিলোমিটার পথ।
ফানোর একটি পত্রিকার খবরে বলা হয়েছে, স্বামীর খোঁজ পেয়ে স্ত্রী তাকে নিতে ফানো শহরে আসেন।
তখন তিনি পুলিশকে জানান, এক সপ্তাহ আগে কোমোর নিজ বাড়িতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
লকডাউন ভাঙার অপরাধে তাকে ৪০০ ইউরো জরিমানা পরিশোধ করতে হয়েছে বলেও জানান ওই নারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।