
জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটিতে গত ৬ মে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে জেলায় প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। খবর ইউএনবি’র।
রবিবার রাঙ্গামাটিতে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৮২ জন। মারা গেছেন চারজন।
নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলার আটজন, কাপ্তাইয়ের ১৫ ও বাঘাইছড়ি উপজেলায় চারজন রয়েছে।
রাঙ্গামাটির করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, গতকাল দু’দফায় সিভাসু ও বিআইডআইটি থেকে ৫৯ জনের প্রতিবেদন হাতে পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জনের পজেটিভ ও ৩২ জনের নেগেটিভ পাওয়া গেছে। তার মধ্যে রাঙ্গামাটির রিজার্ভ বাজার ১নং ওয়ার্ড কাউন্সিলার হেলাল উদ্দিনের মায়ের করোনা পজিটিভ আসে। এই নিয়ে রাঙ্গামাটি জেলায় মারা গেছে চারজন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ২০ জন। করোনায় জয়ী হয়েছে ৮১ জন।
তিনি জানান, জেলায় বর্তমানে ৮১ জন কোয়ারেন্টাইনে রয়েছে। এ পর্যন্ত মোট ৩১৫২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১০৯১ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২০৬১ জন। রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৮১১ জনের। তার মধ্যে ১৫৭৬ জনের নমুনা হাতে পাওয়া গেছে। ২৩৫ জনের প্রতিবেদন অপেক্ষমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।