জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- দীপংকর তংচঙ্গ্যা (২৮) ও শ্রীকান্ত তংচঙ্গ্যা (২২)।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, নিহত দীপংকর গ্রাম পুলিশ সদস্য এবং অপরজন ছাত্র।
এ ঘটনায় আহত দুজন হলেন- সোনা বালা তংচঙ্গ্যা ও প্রশান্ত তংচঙ্গ্যা। তাদের বিলাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, কুতুবদিয়া গ্রামে জমির ঘাস গরু খেয়ে ফেলায় দীপংকর তংচঙ্গ্যার ও প্রশান্ত তংচঙ্গ্যার মধ্যে বাগবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে তাদের লোকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারাল অস্ত্রের আঘাতে চারজন জখম হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপংকর তংচঙ্গ্যা ও শ্রীকান্ত তংচঙ্গ্যাকে মৃত ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।