জুমবাংলা ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির দুর্গম এলাকায় অধ্যয়নরত ৭শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভা কনফারেন্স হলে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পৌরসভা কাউন্সিলর সন্তে াষ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
এসময় রাঙ্গামাটি পৌরসভা কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, মোঃ নুরুন্নবী, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক নন্দন দেবনাথসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস