জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে আজ সকাল ১০টার দিকে অগ্নিকান্ডে বাড়িসহ ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে।
সকালে দূরছড়ি বাজারের জ্বালনি তেল ব্যবসায়ী মিলনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মঈন।
তিনি বাসসকের জানান, জ্বালানি তেলের দোকান থেকে আগুন লাগার কারণে মুহুর্তেও মধ্যেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে বসতবাড়ি, গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি মালের দোকান, কাঁচামালের দোকানসহ প্রায ২৫-৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দূরছড়ি আর্মি, পুলিশ, লংগদু সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিভাতে চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পরে খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার রোমানা আক্তার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে শোনা গেছে, ২৫-৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ঘরবাড়ী পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।