বিনোদন ডেস্ক : বছর কয়েক আগের ঘটনা। শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেম ভাঙার পর মিমি চক্রবর্তীতে থিতু হন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু সে প্রেম বেশিদিন টেকেনি। দৃশ্যপটে আবার হাজির শুভশ্রী, বিয়েও করলেন রাজকে।
এবার বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে সন্তানের ঘোষণা দিলেন টলিউডের এই সেলিব্রিটি জুটি।
সোমবার সোশ্যাল মিডিয়ায় স্পেশাল ফটোশুট শেয়ার করে এই খবর সবার সঙ্গে ভাগাভাগি করেন রাজ ও শুভশ্রী। লেখেন, “উই আর প্রেগন্যান্ট।”
এর পর তারকা দম্পতির ভক্তরা তো বটেই, শুভেচ্ছা জানাতে শুরু করেন টলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরাত জাহান থেকে শুরু করে সায়ন্তিকা ব্যানার্জি— প্রত্যেকেই শুভশ্রীর মন খুলে শুভেচ্ছা জানান।
জি নিউজ জানায়, তারকাদের সেই লম্বা তালিকা থেকে বাদ পড়লেন না মিমি চক্রবর্তীও।
মা হচ্ছেন শুভশ্রী— ওই খবর পাওয়ার পরই টুইটারে রাজ-ঘরণীকে শুভেচ্ছা জানান পরিচালকের সাবেক প্রেমিকা।
শুভশ্রীর পোস্ট শেয়ার করে ‘অভিনন্দন’ লিখে পাশে লাভ চিহ্ন এঁকে নায়িকা তথা তৃণমূলের সংসদ সদস্য মিমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।