বিনোদন ডেস্ক : ১৪ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক ২০০৮ সালে, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে। পরের বছরই ‘ঢালিউড সুপারস্টার’ শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেন। ব্যবসাসফল এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন পরের ছবি ‘মনে প্রাণে আছো তুমি’তেও মিমকে চূড়ান্ত করে।
তিন লাখ টাকা দিয়ে চুক্তিও করায় তারা। প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক তখন জানিয়েছিলেন, মিম ও শাকিবকে নিয়ে পরে আরো পাঁচটি ছবি নির্মাণ করবেন। তবে ‘মনে প্রাণে আছো তুমি’ ছবির শুটিং শুরুর আগেই বাদ পড়ে যান মিম। প্রযোজক তাপসী তখন জানিয়েছিলেন একপ্রকার চাপে পড়ে অপু বিশ্বাসকে ছবিটিতে নিতে বাধ্য হয়েছেন তিনি। মিমের জন্য কিছু করতে পারলেন না, তাই চুক্তিবদ্ধ হওয়া টাকাটাও ফেরত চান না। মিম অবশ্য আকার-ইঙ্গিতে বলেছেন প্রযোজককে এই চাপ দিয়েছিলেন স্বয়ং অপু বিশ্বাসই। তিনি শাকিবকে দিয়ে ছবিটি থেকে মিমকে বাদ দিয়ে নিজে যুক্ত হয়েছেন। এরপর মিম চলচ্চিত্রে অভিনয় চালিয়ে গেলেও নিজেকে প্রমাণ করতে পারছিলেন না।
অবশেষে ১৩ বছর পর এসে ‘পরাণ’ ছবিটির মাধ্যমে নিজের জাত চেনালেন অভিনেত্রী। ছবির অন্য দুই অভিনেতা শরীফুল রাজ ও ইয়াশ রোহানকে ছাপিয়ে নিজের অভিনয়গুণে হয়ে ওঠেন আলোকিত। ‘পরাণ’-এর পর ‘দামাল’ ছবিতেও রাজের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। চলচ্চিত্রের নামকরা নির্মাতারা রাতারাতি মিম-রাজকে জুটি করে ছবি নির্মাণের পরিকল্পনা শুরু করলেই আবার ঘটে বিপত্তি। মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনি। বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন মিম। জানিয়েছেন, রাজের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করবেন না তিনি। একটা জুটি গড়ে উঠতে না উঠতেই ভেঙে গেল!
এই অভিনেত্রী বলেছেন, ‘আমি নিজেও বিবাহিত। কখনোই চাইব না অন্যের সংসারে কোনো ঝামেলা হোক। রাজের সঙ্গে ছবি করা মানেই দু-একটা ঘনিষ্ঠ দৃশ্য থাকবে। আর সেটা হয়তো পরীমনি সহ্য করতে পারবে না। পরী আমারও ভালো বন্ধু, আমি চাই তাদের সংসার সুখের হোক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।