জুমবাংলা ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কের একটি চলন্ত পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, বিমানবন্দর মহাসড়কে বলাকা ভবনের সামনে চলন্ত একটি জিপে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগর কারণে আগুন লাগতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


