রাজধানী ঢাকার গুলশানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হয়েছে টিয়ার নিখোঁজ সংবাদের সেই পোস্টার। পোস্টারে লেখা হয়েছে, ‘পাখি হারানো বিজ্ঞপ্তি, সন্ধানদাতার পুরস্কার ৫০,০০০। কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে।’
জানা গেছে, পাখিটির মালিক গুলশান-১ এর বাসিন্দা ফাইজা ইব্রাহিম। কিউই নামের ওই পাখিটি তিনি এনেছিলেন দক্ষিণ আমেরিকা থেকে।
ফাইজা জানান, কিউইকে বাড়িতে সারাদিন ছেড়ে রাখা হতো। বাসার সবার সঙ্গে সে ঘুরে বেড়াত। রাত হলে তাকে খাঁচায় রেখে দেওয়া হতো। গত ৩ অক্টোবর সে হারিয়ে যায়। অনেক শখের পাখিকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন তিনি।
সান কন্যুর প্রজাতির প্রজননক্ষমতা সম্পন্ন এই পাখির একজোড়ার দাম ৫০ হাজার টাকা। এর একটি পাখির দাম সর্বনিম্ন ২০ হাজার আর নবজাতকের দাম ১২ হাজার টাকা করে।
ফাইজা আরও জানান, এর আগেও তিনি দুইবার এই পাখি হারিয়েছেন। পাখি খুঁজে পেতে পুরস্কারের ঘোষণাও দিয়েছিলেন। কেউ কষ্ট করে পাখি খুঁজে দিবে তাই তাকে পুরস্কার দেওয়া উচিত বলে মনে করেন তিনি। সূত্র: বিবিসি ও আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।