Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রাজধানীতে তালাক দেওয়ায় এগিয়ে নারীরা
    আইন-আদালত জাতীয়

    রাজধানীতে তালাক দেওয়ায় এগিয়ে নারীরা

    জুমবাংলা নিউজ ডেস্কJanuary 31, 20235 Mins Read

    ঢাকায় নারীদের তালাকের রেকর্ড

    Advertisement

    জুমবাংলা ডেস্ক : সমাজ পরিবর্তনের সঙ্গে মানুষের চিন্তাধারায়ও পরিবর্তন ঘটছে অতিদ্রুত। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরার কারণে রাজধানীতে ঘটছে বিবাহ বিচ্ছেদ (তালাক)। আর রাজধানী ঢাকায় বিবাহ বিচ্ছেদ করায় পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা।

    রাজধানীতে তালাক দেওয়ায় এগিয়ে নারীরা

    বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা মেধাবী শিক্ষার্থী সিনথিয়া হাসান। বাবা-মা দুজনেই সরকারি চাকরি করেন। লেখাপড়া শেষ করার কিছুদিনের মাথায় পারিবারিকভাবে বিয়ে হয় আরেক সরকারি কর্মকর্তার সঙ্গে। স্বামীর সঙ্গেই থাকতেন গুলশানের একটি বাসায়। বিয়ের পর কয়েক মাস ভালোই চলছিল তাদের সংসার। তারপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা   বিষয়ে মনমালিন্য শুরু হয়। স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রায়ই সিনথিয়া বাবার বাসায় চলে আসতেন। পারিবারিকভাবে তাদের ঝগড়াঝাটির অবসান ঘটিয়ে ফের তারা সংসার শুরু করেন। কিন্তু তবুও তাদের সংসার ঠিকেনি। এক সময় সিনথিয়া নিজেই স্বামীকে তালাক দেন।

    তাদের দু’জনের সংসার ভাঙার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছিল তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝি, অহেতুক সন্দেহ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বাধা। শুধু সিনথিয়া নয় এ রকম হাজার হাজার নারী এখন নিজে থেকেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের এক হিসাবে দেখা গেছে নারীরা তালাকের রেকর্ড করেছেন। সেই তুলনায় পুরুষরা বিচ্ছেদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন কম।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হিসাবে দেখা গেছে, ২০১১ সাল থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রায় ১২ বছরে করপোরেশনের বিভিন্ন অঞ্চলে মোট ৫৮ হাজার ৩০টি তালাকের আবেদন পড়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৭৯২টি আবেদন করেছেন নারীরা। আর পুরুষরা করেছেন ১৮ হাজার ৬৬৪টি। একইভাবে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গত ৩ বছরে তালাকের আবেদন পড়েছে ২১ হাজার ২৮৮টি। এরমধ্যে ১৪ হাজার ৯৯৪টি করেছেন নারীরা আর ৬ হাজার ২৯৪টি আবেদন করেছেন পুরুষরা।  ডিএনসিসি’র হিসাবে দেখা গেছে, ২০১১  সালে ২ হাজার ৮৬৪টি তালাকের আবেদনের মধ্যে ১ হাজার ৯১টি আবেদন পুরুষ ও ১ হাজার ৭৭৩টি নারীরা করেছেন। একইভাবে ২০১২ সালে ২ হাজার ৮৮৪টি আবেদনের মধ্যে ১ হাজার ২৩টি পুরুষ ও ১ হাজার ৮৬১টি নারী। ২০১৩ সালে ৩ হাজার ২৩৮টির মধ্যে ১ হাজার ৭২টি পুরুষ ও ২ হাজার ১৬৬টি নারী। ২০১৪ সালে ৪ হাজার ৪৪৫টির মধ্যে ১৪৭৯টি পুরুষ ও ২৯৬৬টি নারী। ২০১৫ সালে ৪ হাজার ৭৭টি’র মধ্য ১ হাজার ৩০৩টি পুরুষ ও ২ হাজার ৭৭৪টি নারী। ২০১৬ সালে ৪ হাজার ৮৪৭টির মধ্যে ১ হাজার ৪২১টি পুরুষ ও ৩ হাজার ৪২৬টি নারী। ২০১৭ সালে ৫ হাজার ৪৬টির মধ্যে ১ হাজার ৫৫৬টি পুরুষ ও ৩ হাজার ৪৯০টি নারী। ২০১৮ সালে ৫ হাজার ৭৭৫টির মধ্যে ১ হাজার ৭২৪টি পুরুষ ও ৪০৫১টি নারী। ২০১৯ সালে ৬ হাজার ১৪৪টির মধ্যে ২৩২০টি পুরুষ ও ৩৮২৪টি নারী। ২০২০ সালে ৬ হাজার ১৬৮টির মধ্যে ২ হাজার ১১৫টি পুরুষ ও ৪ হাজার ৫৩টি নারী। ২০২১ সালে ৭ হাজার ৪১৬টির মধ্যে ১ হাজার ৭৬২টি পুরুষ ও ৪ হাজার ৮১টি নারী। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ৫ হাজার ১২৬টির মধ্যে ১ হাজার ৭৯৮টি পুরুষ ও ৩ হাজার ৩২৭টি আবেদন নারীরা করেছেন।   একইভাবে ডিএসসিসি’র এক হিসাবে দেখা গেছে, ৩ বছরে করপোরেশনের বিভিন্ন অঞ্চলে তালাকের আবেদন জমা পড়েছে ২১ হাজার ২৮৮টি। এরমধ্যে ১৪ হাজার ৯৯৪টি আবেদন করেছেন নারীরা আর পুরুষরা করেছেন ৬ হাজার ২৯৪টি। এরমধ্যে  ২০২০ সালের ৬ হাজার ৩৪৫টি আবেদনের মধ্যে ৪ হাজার ৪২৮টি নারী ও ১ হাজার ৯১৭টি পুরুষ। ২০২১ সালে ৭ হাজার ২৪৫টির মধ্যে ৫ হাজার ১৮৩টি নারী ও ২ হাজার ৬২টি পুরুষ এবং ২০২২ সালে ৭ হাজার ৬৯৮টির মধ্যে ৫ হাজার ৩৮৩টি নারী ও ২ হাজার ৩১৫টি আবেদন করেছেন পুরুষরা।

    দুই সিটিতে নারীদের করা আবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ঘুরে ফিরে একই সমস্যার কথা উল্লেখ করে নারীরা আবেদন করেছেন। এরমধ্যে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া, ভরণ-পোষণ না দেয়া, স্বামীর সন্দেহবাতিক মনোভাব, ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বন্ধনে আবব্ধকরণ, কাবিন না হওয়া, স্বামীর মাদকাসক্তি, পুরুষত্বহীনতা, নির্যাতন, যৌতুক, মানসিক পীড়ন, পরকীয়া, আর্থিক সমস্যা ও ব্যক্তিত্বের সংঘাতের কথা বলা হয়েছে। আর পুরুষরা পরকীয়া, বেপরোয়া জীবনযাপন, বদমেজাজ, সংসারের প্রতি উদাসীনতা, সন্তান না হওয়া, অবাধ্য হওয়া, টিকটকসহ সামাজিক মাধ্যমে অবাধ বিচরণ করা, ইসলামী শরীয়ত অনুযায়ী না চলাসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করছেন।

    সমাজ বিশ্লেষকরা বলছেন, তুচ্ছ কারণেই স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হচ্ছে এবং সেটি সমানতালে ধনী-গরিব সব শ্রেণিতে হচ্ছে। তবে সাম্প্রতিক সময়গুলোতে নারীরা তালাকে এগিয়ে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে নারীরা এখন অনেক স্বয়ংসম্পূর্ণ। তারা নিজেদের অধিকার আদায় করে নিতে শিখেছে। নারীরাও উপার্জনক্ষম। আগে ছেলেদের উপর নির্ভরশীল থাকতে হতো। তারা আগের মতো এখন সবকিছু মুখ বুজে সহ্য করে না। কারণ শিক্ষা এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে নারীরা। স্বামী শারীরিক মানসিক নির্যাতন করলে, মাদসক্ত হলে বা ভুল বুঝাবুঝি, মনোমালিন্য হলে প্রথমে প্রতিবাদ করে। পরে সমস্যার সমাধান না হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।  সম্প্রতি সিটি করপোরেশনে তালাকের আবেদন করা নারীর সঙ্গে কথা হয় মানবজমিনের। তিনি ঢাকার বড় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

    সামিয়া নামের এই নারী বলেন, সংসারের প্রয়োজনে আমার স্বামী যেমন পরিশ্রম করতেন ঠিক ততটুকু আমিও করতাম। কিন্তু সংসারের কোনো সিদ্ধান্তই আমি নিতে পারতাম না। অথচ আমরা দুজনেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। এ ছাড়া তুচ্ছ বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। পাশাপাশি আমি বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়েছে। আমি আমার স্বামীর কথাবার্তা চলাফেলায় সেগুলো লক্ষ্য করেছি। একই সময়ে দুজনের অফিস ছুটি হলেও সে বাসায় আসতে দেরি করতো। আমি অনেক বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু হয়নি। পরে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

    সমাজ বিজ্ঞানী অধ্যাপক সাদেকা হালিম বলেন, নারীরা এখন তাদের অধিকারের বিষয়ে অনেক বেশি সচেতন। এ ছাড়া নারীদের কাজ করার পরিধি অনেকটা বেড়েছে। তারা এখন অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। এজন্য তারা নির্যাতনের শিকার হয় এমন কারও সঙ্গে থাকতে চায় না। এ ছাড়া এখন কোনো মেয়ের বাবাও চায় না যে তার মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে এমন কারও সঙ্গে থাকুক।

    আরেকটি বিষয়, আগে যখন আমরা একান্নবর্তী পরিবারে বসবাস করতাম, সেখানে বোঝানোর মতো অভিভাবক ছিল। সমস্যা হলে কাউন্সেলিং করা হতো। সেই জায়গাটি এখন আর নেই। পরিবারের প্রতিটি মানুষ এখন পৃথক ও স্বাধীনভাবে চলাফেরা করে। ফলে তাদের সিদ্ধান্তগুলোয় এখন পরিবারের কারও সহযোগিতা নেয় না। বরং তালাকের সময়ে তারা বন্ধুদের শরণাপন্ন হয় এবং তারা সংসার থেকে বেরিয়ে আসতে উপদেশ দেয়। এভাবে তারা সঠিক পরামর্শ পাচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সকলের কাউন্সিলের সংখ্যা বাড়ানো উচিত। পিতা-মাতাকে বন্ধুসুলভ আচরণ করে সন্তানদের সচেতন করা উচিত।

     

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় আইন-আদালত এগিয়ে! তালাক দেওয়ায় নারীরা রাজধানীতে
    Related Posts
    Abdun Nur Tushar

    রানা প্লাজায় রেশমার আবিষ্কার সম্পূর্ণ ভুয়া ছিল: আব্দুন নূর তুষার

    July 27, 2025

    শিক্ষার্থীদের শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন বিমান বাহিনী প্রধান

    July 26, 2025
    rain

    বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

    July 26, 2025
    সর্বশেষ খবর
    Abdun Nur Tushar

    রানা প্লাজায় রেশমার আবিষ্কার সম্পূর্ণ ভুয়া ছিল: আব্দুন নূর তুষার

    battlefield 6 release date

    Battlefield 6 Release Date Confirmed: October Launch, Beta Details & Exclusive Platform Insights

    London

    বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি

    Lisuan G100

    Lisuan G100 Outshines RTX 4060 in Early Benchmarks, Trails Slightly Behind RTX 5060

    asia cup 2025 schedule cricket

    Asia Cup 2025 Schedule: India vs Pakistan Clash Headlines Cricket’s Most Awaited Tournament

    ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Hilsa

    দেশের বাজারে তীব্র সংকট, তবুও ১১ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

    শিক্ষার্থীদের শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন বিমান বাহিনী প্রধান

    Moringa-leaves

    খাদ্যতালিকায় রাখুন সজনে পাতা, মিলবে যেসব উপকারিতা

    ওয়েব সিরিজ

    রিলিজ হল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.