জুমবাংলা ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে গাউছিয়া ও চিশতিয়া মার্কেটের কর্মচারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১০টার দিকে মার্কেটের কর্মচারী-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ।
সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ বলেন, কেনাকাটা নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে গাউছিয়া মার্কেটের দোকানিদের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ এসে একবার মার্কেটের কর্মচারী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আবার অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আমরা নিরাপত্তার জন্য কাজ করছি।
তবে পুলিশ এসে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছে।
ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী রায়হান জানান, লাঠিসোটা নিয়ে ঢাকা কলেজ ও গাউছিয়া মার্কেটের দোকানিদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, গাউছিয়া ও চিশতিয়া মার্কেটের কর্মচারীদের কত বড় সাহস ঢাকা কলেজের ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলে।
ঢাকা কলেজের আরেক ছাত্র পলাশ বলেন, আমাদের কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলে। পরে আমরা সবাই একত্রিত হই। ওদের সাহস বেড়েই যাচ্ছে। কিছু হলেই তারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলে।
ঘটনাস্থলে থাকা চিশতিয়া মার্কেটের কর্মচারী জমির উদ্দিন মিয়া বলেন, পুলিশের নিরাপত্তায় আমাদের মার্কেট থেকে বের করে দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে।
ঘটনাস্থলে ডিউটিরত কর্মকর্তা মাইনুল বলেন, পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে। যদিও বিষয়টি এখনো মীমাংসা হয়নি। নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করছি।
মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজের সীমা থাকা উচিত নয়: মন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।