জুমবাংলা ডেস্ক : গণপরিবহন ব্যবস্থায় ঘাটতি মেটাতে সরকারি পরিবহন সংস্থায় ৩০০ দোতলা বাস যুক্ত হচ্ছে। এরইমধ্যে বাসগুলো বিআরটিসি বহরে যুক্ত হয়েছে। এই ৩০০ বাসের মধ্যে ২৫০ টি বাসেই রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করবে। এখন চালক এবং অন্যান্য বিষয়াদির সংস্থান হলেই রাজধানীর সড়কগুলোতে দেখা যাবে নতুন এই বাস। এছাড়া ২০০টি এসি বাসের মধ্যে এরইমধ্যে ১২০টি এসি বাস বহরে যুক্ত হয়েছে। বাকী বাসগুলো যুক্ত হওয়ার পর পর্যাক্রমে বিভিন্ন রুটে এসি নন এসি বাস নামানো হবে।
চলতি জুলাই মাসের শেষ দিকে বাসগুলো সড়কে নামানো হবে। এরমধ্যে ২০-৩০টি বাস সপ্তাহ খানেকের মধ্যেই নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া।
নগরবাসীকে উন্নত মানের সেবা দিতে নতুন এই বাসগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও জানান তিনি। দোতলা ৩০০ বাসের মধ্যে ২৫০টিই ঢাকার বিভিন্ন রুটে নামানো হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভারতীয় মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের কাছ থেকে ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় (এলওসি-২) ৩০০ দোতলা বাস কেনা হয়। গত বছর অর্থাৎ ২০১৮ সালে আগস্ট মাসে ভারতীয় ওই প্রতিষ্ঠানের চুক্তি হয় বিআরটিসিরি। চুক্তি অনুযায়ী প্রতিটি বাসের দাম পড়েছে ৭২ লাখ ৪৪ হাজার টাকা।
রবিবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র সেলে ডিটিসিএ এর সমন্বয় সভায় বাসের তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া। মেয়রের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন, ডিটিসিএ‘র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ অন্যান্যরা।
সভায় বিআরটিসি চেয়ারম্যান বলেন, আমাদের বাস প্রস্তুত আছে, কিন্তু চালকের সংকট থাকায় আমরা রাস্তায় নামাতে পারছি না। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে ২০-৩০টি বাস নামাতে সক্ষম হব। সব মিলিয়ে চলতি মাসের শেষ দিকে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা ঢাকাতে ২৫০টি দোতলা বাস নামাতে পারব। বাকি ৫০টি দোতলা বাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তারমধ্যে চট্টগ্রামে ১০টি, ময়মনসিংহে ৬ টি এবং রংপুরে ৪টি দোতলা বাস দেওয়া হয়েছে। এসব বাস রাস্তায় নামলে গণপরিবহনের আর সংকট থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।