জুমবাংলা ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়ে এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে রাজধানীর পান্থপথ ও গ্রীণরোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পলাশ, সদস্য কামরুজ্জামান নান্নুসহ যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নুরুল ইসলাম নয়ন বলেন, ইতোমধ্যে জনগণ ডামি নির্বাচন বর্জন করেছে বুঝতে পেরে, সরকারি দলের লোকজন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু জনগণকে ভয় দেখিয়ে তাদের শেষ রক্ষা হবে না। যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।